২১ নভেম্বর ২০২৫, ০২:২৫ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দর্শনায় ১৮ বোতল ফেন্সিডিলসহ ১ বহনকারীকে পুলিশ গ্রেফতার করেছে।
মঙ্গলবার ভোরে দর্শনা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহার নেতৃত্বে দর্শনা থানার এসআই (নিঃ) মোঃ সেকেন্দার আবু জাফর সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ পৌর এলাকার আজমপুরে এক মাদক বিরোধী অভিযান চালায়। এসময় আজমপুর কবরস্থানের সামনে থেকে একই এলাকার অঃ সাত্তারের ছেলে মোঃ আল আমিন (২৪) কে গ্রেফতার করে। পরে তার দেহে বিশেষ কায়দায় রাখা ১৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। পরে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় মামলা করা হয়েছে।
উল্লেখ্য বর্তমানে আজমপুর ও মোহাম্মদ পুর কিছু ভাড়া বাড়িতে ফেনসিডিলের বড় বড় চালান আসে।পরে সে গুলো ছোট ছোট ভাগে দর্শনার বাইরে পাচার হয়।তাই বহনকারীদের কাছ থেকে তথ্য নিয়ে এলাবাসি মূলহোতাদের গ্রেফতারের দাবী জানিয়েছেন।