২১ নভেম্বর ২০২৫, ১১:৪৮ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহতাব উদ্দিন আল মাহমুদ, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার ২০২৪ -২০২৫ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। কোন প্রকার কর আরোপ ছাড়াইবাজেট ঘোষনা করা হয়। এ বাজেটে স্যানিটেশন খাতকে গুরুত্ব দেয়া হয়েছে। বাজেট ঘোষণা করেন পৌর মেয়র মো. আব্দুস সাত্তার মিলন।
রোববার দুপুর ১২টার দিকে পৌরসভার সেমিনার কক্ষে তিনি এই বাজেট ঘোষণা করেন। বাজেটে আয় ধরা হয়েছে ২৬ কোটি১৭ লক্ষ ৯০ হাজার টাকা।
ব্যয় ধরা হয়েছে ২৬ কোটি ১৬ লক্ষ ৭৭ হাজার টাকা। উদ্বৃত্ত রয়েছে ১ লক্ষ ১৩ হাজার টাকা ।
বাজেট উপস্থাপন কালে বক্তব্য রাখেন,পৌর নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত মো.আনোয়ার পারভেজ,হিসাব রক্ষক ভারপ্রাপ্ত মো.শাহাদাৎ হোসেন,প্যানেল মেয়র মো. কাদের মিয়া, কাউন্সিলর মো. রেজোয়ান মিয়া,মো. রাহাত আহম্মেদ, মো. সাহিদ পারভেজ, মোছা. আয়শা সিদ্দিকা প্রমুখ।