২১ নভেম্বর ২০২৫, ০২:৫৭ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার জীবননগর সড়কের পাশ থেকে পুলিশ অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে।
শনিবার (২৯ জুন) ভোরে এলাকাবাসি দর্শনা- জীবননগর আঞ্চলিক মহাসড়কের সন্তোষপুর তেল পাম্পের সামনে এক ব্যাক্তি (৫৫) মরদেহ দেখতে পেয়ে জীবননগর থানায় খবর দেয়।পরে একদল পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।
জীবননগর থানার ওসি এস.এম. জাবীদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।তিনি জানান, আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহটি উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। তার নাম পরিচয় শনাক্ত করা যায়নি। বেশ কিছুদিন ধরে এই ব্যক্তি ওই এলাকায় অবস্থান করছিলেন। বিভিন্ন দোকান থেকে খাবার চেয়ে খেত।