২১ নভেম্বর ২০২৫, ০৯:২৩ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মোবারক হোসেন, খাগড়াছড়ি: খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির খাগড়াছড়ি ইউনিটের চেয়ারম্যান কংজরী চৌধুরী বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জাতীয় ব্যবস্থাপনা পর্ষদের সদস্য নির্বাচিত হওয়ায় খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) সংবর্ধনা দিয়েছে। ৩০জানুয়ারী বৃহস্পতিবার খাগড়াছড়ি মহাজন পাড়াস্থ একটি কনভেনশন সেন্টারে সংবর্ধনা সভার আয়োজন করা হয়।
খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল আজম সভাপতিত্ব করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ ড.সুধীন কুমার চাকমা, সাবেক অধ্যক্ষ প্রফেসর বোধিসত্ব দেওয়ান, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য মংক্যচিং চৌধুরী, আবদুল জব্বার, শতরুপা চাকমা, সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সাধারণ সম্পাদক বিশিষ্ট আইনজীবী এডভোকেট নাসির উদ্দিন আহমেদ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি ইউনিটের ভাইস চেয়ারম্যান এডভোকেট জসিম উদ্দিন মজুমদার, সেক্রেটারী ও খাগড়াছড়ি সদর উপজেলার পরিষদের চেয়ারম্যান মোঃ শানে আলম, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জিতেন কুমার বড়ুয়া, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কানন আচার্য ও প্রবীণ সাংবাদিক তরুণ কুমার ভট্টাচার্য।
এসময় আরো উপস্থিত ছিলেন, শরণার্থী বিষয়ক টাস্কফোর্স-এর নির্বাহী কর্মকর্তা এম. রাশেদুল হক, বিশিষ্ট আইজীবী মনজুর মোর্শেদ, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা, জেলা পরিষদ সদস্য মংসুইপ্রু চৌধুরী অপু, খগেশ্বর ত্রিপুরা, সমাজসেবার সহকারি পরিচালক রোকেয়া বেগম, নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাইস্কুলের প্রধান শিক্ষক রুশদীনা আখতার জাহান, ,নারীনেত্রী সুইচিং থুই মারমা, জাবারাং কল্যাণ সমিতির পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি অধ্যাপক দুলাল হোসেন, পরিষদ জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরী ও জেলার কর্মরত সাংবাদিকবৃন্দ।