২১ নভেম্বর ২০২৫, ১২:৫৮ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দামুড়হুদায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ৬ দিন ব্যাপি প্রাথমিক বিজ্ঞান বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় দামুড়হুদা ইউ আর সি ট্রেনিং সেন্টারে ছয় দিনব্যাপী এই বিষয়ভিত্তিক প্রশিক্ষণের সভাপতিত্ব করেন ইউআরসি ইন্সট্রাক্টর মোঃ রোকনুজ্জামান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ আবু হাসান। প্রশিক্ষক হিসেবে ছিলেন ছয়ঘরিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষক মোঃ হারুনুর রশিদ জুয়েল ও ইশ্চরচন্দ্র পুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইসমাইল হোসেন সিরাজী। ছয়দিনে বিভিন্ন বিদ্যালয়ের ২৫ জন শিক্ষক প্রশিক্ষণার্থী প্রাথমিক বিজ্ঞান বিষয়ে প্রশিক্ষণ নিবেন। বর্তমান সরকারের মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে এ বিষয় ভিত্তিক প্রশিক্ষণ শ্রেণী কক্ষে বিশেষ ভূমিকা রাখছে বলে প্রশিক্ষণরত শিক্ষকরা জানায়।