২১ নভেম্বর ২০২৫, ১২:৫৬ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার জীবননগরে চলন্ত পাখিভ্যানের ধাক্কায় হাতপাখা বিক্রেতা বাইসাইকেল চালকের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল ১০ টায় জীবননগর – কালিগঞ্জ মহাসড়কের উপজেলার বাঁকা ব্রিকস ফিল্ড নামক স্থানে একটি দ্রুতগতির ব্যাটারি চালিত পাখি ভ্যান একটি বাইসাইকেলের ধাক্কা দিয়ে পালিয়ে যায়।এসময় বাইসাইকেল থেকে ছিটকে পড়ে বাঁকা ইউনিয়নের মিনাজপুর গ্রামের মৃত জহির মন্ডলের ছেলে হাতপাখা বিক্রেতা জিয়ারুল ইসলাম (৫০)মারাত্নক জখম হয়।পরে পথচারীরা তাকে দ্রুত
উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যায়। নিহতের জামাতা মাসুদ রানা জানান, ‘আমার শ্বশুর একজন হাত পাখা বিক্রেতা। তিনি ঘটনাস্থলে হাতপাখা বোঝাই সাইকেলে করে রাস্তা পার হওয়ার সময় একটি পাখিভ্যান চালক পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে তিনি পড়ে গিয়ে মাথায় ও মুখে আঘাত পায়। পরে হাসপাতালে নেয়ার পথে মারা যান।’
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাবিদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।