২১ নভেম্বর ২০২৫, ০৫:২৫ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মোঃ রাজু আহম্মেদ, মাদারীপুর জেলা প্রতিনিধি :
মাদারীপুরের কালকিনিতে বজ্রপাতে নিহত প্রতিন্ধী জসিম হাওলাদারের পরিবারকে জেলা প্রশাসন আর্থিক সহায়তা প্রদান করেন ।
মঙ্গলবার (০৭ মে) সকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারের হাতে নগদ ২০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ।এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোস্তফা কামাল।
গতকাল সোমবার (০৬ মে) উপজেলার কয়ারিয়া ইউনিয়নের মোল্লারহাট গ্রামে আব্দুল হান্নান হাওলাদারের ছেলে প্রতিবন্ধী জসিম হাওলাদার (৪০) সন্ধ্যায় বৃষ্টি মধ্যে গোয়ালঘরে গরুর ঘাস দিতে গেলে আকস্মিক বজ্রপাত হয়। পরে তার মা ছুটে গিয়ে ছেলেকে স্পর্শ করতেই জসিম মাটিতে লুটিয়ে পরে। আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই জসিম হওলাদারের মৃত্যু হয়।