২১ নভেম্বর ২০২৫, ০১:৫০ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশের মাদক অভিযানে রেলবাজারের আলোচিত গাজা বিক্রেতা গ্রেফতার হয়েছে।
৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজা ও মাদক বিক্রয়ের নগদ ৬,৫০০/- (ছয় হাজার পাঁচশত) টাকা উদ্ধার। গ্রেফতার ০১ জন
শনিবার দুপুর সাড়ে ৩ টায় দর্শনা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহার নেতৃত্বে দর্শনা থানার এসআই(নিঃ) মোঃ সেকেন্দার আবু জাফর সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ পৌর এলাকার মোহাম্মদপুর গ্রামে এক অভিযান চালায়। এসময় নুর আলম এর দ্বিতল বাড়ীর ভাড়াটিয়া রিপনের ঘরে অভিযান চালিয়ে রেলবাজারের আলোচিত বিক্রেতা তহমিনা (৩৬) কে গ্রেফতার করে।পরে তার স্বীকারোক্তিতে শয়ন কক্ষ বিশেষ কায়দায় রাখা ৫০০ গ্রাম গাজা ও গাজা বিক্রির নগদ ৬,৫০০/- টাকা উদ্ধার করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।