২১ নভেম্বর ২০২৫, ১১:৪৪ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি,
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দামুড়হুদায় “সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে করণীয়” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে দামুড়হুদা উপজেলা প্রশাসনের সহযোগীতায় “সুখে ভরবে আগামী দিন
পেনশন এখন সর্বজনীন ”
প্রতিপাদ্য নিয়ে “সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে করণীয়” শীর্ষক সেমিনারের সভাপতিত্ব করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্থানীয় সরকার( ভারপ্রাপ্ত) এর উপ পরিচালক শারমিন আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা পৌর সভার মেয়র আতিয়ার রহমান হাবু। সেমিনার শেষে প্রধান অতিথি অত্র কার্যালয়ে স্থাপিত সর্বজনীন পেনশন স্কিম রেজিষ্ট্রেশন বুথ উদ্বোধন করেন।