২১ নভেম্বর ২০২৫, ০৯:১৩ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বি এম মনির হোসেন
আগৈলঝাড়া প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় গৈলা দাখিল মাদ্রাসায় দিন ব্যাপী ক্রীড়া অনুষ্ঠান উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে মাদ্রাসা মাঠে মাদ্রাসার সুপার রফিকুল ইসলাম নেছারীর সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন। এসময় আরো বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা শাহআলম মতি, কাদের সরদার, শিক্ষক অভিভাবক সমিতির সভাপতি মোঃ হারুন অর রশিদ মোল্লা, গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সদস্য জাকির হোসেন মানিক মোল্লা, সহকারী সুপার আ ন ম দিদারুল হক, শিক্ষক আঃ রশিদ মোল্লা, সদস্য সচিব আবুল হোসেন, সদস্য আঃ হক মোল্লা, জালাল মোল্লা, মাবসুদা খানম, রাজিয়া খানম, শিক্ষক প্রতিনিধি আল আমিন, ঝর্না খানম, ফিরোজ শেখ, পেয়ারা বেগম, আওয়ামীলীগ নেতা ছরোয়ার সরদার প্রমুখ। পরে অতিথিরা ক্রীড়া অনুষ্ঠান উদ্বোধন করেন। ক্রীড়ায় ১৫টি ইভেন্টে গৈলা দাখিল মাদ্রাসার দুই শতাধিক শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন।