২১ নভেম্বর ২০২৫, ০৪:২৫ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বি এম মনির হোসেনঃ-
বরিশালের আগৈলঝাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহারের চাল সহায়তা পেলেন ১৩ হাজার ২৩৫ অসহায় ও দুঃস্থ পরিবার। আগৈলঝাড়া উপজেলার ৫টি ইউনিয়নের ১৩ হাজার ২শ ৩৫টি অসহায় ও দুঃস্থদের পরিবারের মধ্যে জাতির পিতার ভাগ্নে, মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র বরাদ্দকৃত প্রধানমন্ত্রীর ঈদের উপহারের ১০ কেজি করে চাল দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে বিতরণ করা হয়েছে। সোমবার সকালে ১নং রাজিহার ইউনিয়ন পরিষদ চত্তরে রাজিহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইলিয়াস তালুকদারের সভাপতিত্বে সংক্ষিপ্ত বক্তব্য শেষে প্রধানমন্ত্রীর ঈদের উপহারের চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এসময় ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, মোঃ রফিকুল ইসলাম তালুকদার, রাজিহার ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ মুরাদ হোসেন শিকদার, ইউপি সচিব গৌতম পালসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।সোমবার সকালেই আগৈলঝাড়া উপজেলার গৈলা মডেল ইউনিয়ন পরিষদ চত্তরে প্রধানমন্ত্রীর ঈদের বিশেষ ভিজিএফ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন কর্মকর্তাগন ও আওয়ামী লীগের নেতৃবৃন্দরা। এ সময় উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মোশারেফ হোসেন, গৈলা মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শফিকুল হোসেন টিটু তালুকদারসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। অন্যদিকে একই দিন সকালে বাকাল ইউনিয়ন পরিষদ চত্তরে ইউপি চেয়ারম্যান বিপুল দাস এর সভাপতিত্বে সংক্ষিপ্ত সভায় বক্তব্য শেষে প্রধানমন্ত্রীর ঈদের চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত। এ সময় ওই ইউনিয়নের আওয়ামী লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মোশারফ হোসেন জানান, মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ অনুকূলে বরাদ্দকৃত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহারের চাল হিসবে পাঁচ চেয়ারম্যানদের অনুকুলে ১৩৩২দশমিক ৩৫০ মেট্টিক টন বরাদ্দ প্রদান করা হয়। জনসংখ্যা অনুযায়ি রাজিহার ইউনিয়নে ২৮৯২ পরিবার, বাকাল ইউনিয়নে২৫৩৯ পরিবার, বাগধা ইউনিয়নে ২৭৩৩পরিবার, গৈলা ইউনিয়নে ২৫৯৮পরিবার এবং রত্নপুর ইউনিয়নে ২৪৭৩ অসহায় ও দুঃস্থ পরিবারসহ মোট ১৩ হাজার ২শ ৩৫ পরিবার ১০ কেজি করে এই চাল পাবেন।