২০ নভেম্বর ২০২৫, ০৭:০২ অপরাহ্ন, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের ক্রাইম ডেক্স
বিদায় নিতে চলেছে মহিমান্বিত মাস রমজান। দরজায় কড়া নাড়ছে শাওয়াল মাস। হাতছানি দিচ্ছে দীর্ঘ এক মাসের রোজার পর চরম আনন্দের মুহূর্ত ঈদুল ফিতর। ঈদের দিন নির্ধারণে নাগরিকদের প্রতি নির্দেশনা দিয়েছে সৌদি আরব।
ইনসাইড দ্য হারামাইন জানিয়েছে, সৌদি আরবের সুপ্রিম কোর্ট সবার প্রতি চাঁদ দেখার নির্দেশনা দিয়েছেন। সোমবার নাগরিকদের ঈদ ও শাওয়াল মাস শুরুর চাঁদ দেখতে বলা হয়েছে। আরব নিউজের এক প্রতিবেদেনেও এ তথ্য জানানো হয়েছে।
সোমবার সৌদি আরবে ২৯ রমজান হবে। ফলে ওই দিন সন্ধ্যায় চাঁদ দেখা গেলে পরের দিন মঙ্গলবার ঈদুল ফিতর হবে। তবে যদি চাঁদ দেখা না যায় তাহলে রমজান মাস ৩০ দিনে পূর্ণ হবে। এ ছাড়া বুধবার ঈদুল ফিতর পালিত হবে।
আবরি ক্যালেন্ডারের নবম মাস হলো রমজান। আরবি তথা হিজরি ক্যালেন্ডারে মাসগুলো কেবল ২৯ ও ৩০ দিনে হয়ে থাকে। আর এ বিষয়টি নির্ধারিত হয় চাঁদ দেখার ওপর।
সংবাদমাধ্যমের তথ্যমতে, গত বছর সৌদিতে রমজান মাস হয়েছিল ২৯ দিনে। তবে বিশ্বের অন্যান্য দেশে এ বছর রমজান মাস ৩০ দিনে হয়েছিল। রাসুল (সা.)-এর হাদিস অনুসারে চাঁদ রোজা রাখেন মুসলিমরা। এ ছাড়া চাঁদ দেখার মাধ্যমে তারা রোজা সমাপ্ত করেন।
বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর বলছে, এ বছর বাংলাদেশে রোজা ৩০টি হতে পারে। অন্যদিকে প্রতিবেশী দেশ পাকিস্তানের আবহাওয়া বিভাগ জানিয়েছে, এবার তাদের দেশে রোজা ২৯টি হতে পারে। কারণ ৯ এপ্রিল রাতেই দেশটির আকাশে চাঁদ দেখা যাবে।