২১ নভেম্বর ২০২৫, ১১:০৪ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দর্শনা থানার মদনায় ছাদের উপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারে হাত লেগে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল ১০ চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার পার কৃষ্ণপুর- মদনা ইউনিয়নের মদনা উত্তরপাড়া গ্রামে খালিদ হোসেনের বাড়ির ছাদে ভুট্টা শুকানো কাজ করছিল একই গ্রামের দিনমজুর আফসার আলীর ছেলে বশির আলী (৫০)। বাড়ির ছাদের উপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারে অসাবধানতাবশত তার হাত লাগলে সাথে সাথে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ছিটকে পড়ে গুরুতর আহত হন।সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসা হয়।এসময় হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ সাদিয়া মারিজ পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।পরে বশিরের লাশ আইনগত প্রক্রিয়া শেষে তার পরিবারের কাছে হস্তানতর করা হয়েছে।