২১ নভেম্বর ২০২৫, ০৫:০৬ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি-বরিশাল মহাসড়কে ব্র্যাকমোড় এলাকায় মঙ্গলবার ১৯ শে মার্চ রাত আটটার সময় অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত ৬ জন। আহতরা হলেন: ১। ময়নাল হক (৪৫), পিতা: সদ্দর খান, সাং: টাঙ্গাইল; ২।মোঃ লিটন (৩৫), পিতা: সমীর লাল, মাদারীপুর; ৩। সুজন (২৮), পিতা: সাইদুল ইসলাম, ৪। রেনু বেগম(৬০), স্বামী: খলিল; ৫। ফরিদা (৪৮), স্বামী: রুস্তম বিশ্বাস, ৬। সাজেদা বেগম (৫২), স্বামী: রশিদ হাওলাদার, সর্বসাং: কালিজিরা, বরিশাল।
আহত ফরিদা বেগম বলেন আমার খালা রেনু বেগম মানসিক প্রতিবন্ধী তাকে কালিজিরা থেকে অটো রিকশায় করে ঝালকাঠি কলেজ মোড়ে এক ওজার কাছে চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছিলাম। প্রতি মধ্যে ব্রাক মোড়ে বেপরোয়া গতির একটি মোটরসাইকেল অটো রিকশাকে চাপা দেয়। আমরা অটোরিকশা থেকে ছিটকে পড়ে আহত হই।
গুরুতর আহত মোটরসাইকেল আরোহী বুড়ো বাংলাদেশ ঝালকাঠি শাখার ময়নাল হককে উন্নত চিকিৎসার জন্য বরিশালে রেফার করেছেন কর্তব্যরত চিকিৎসক ডাক্তার নাঈম। ডাক্তার নাই বলেন চোখে গুরুতর সমস্যা হয়েছে তাই তাকে বরিশাল হাসপাতালের রেফার করা হয়েছে।
স্থায়নীয়রা আহতদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে ময়নাল হক’কে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন।