২১ নভেম্বর ২০২৫, ০৮:৪৪ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে নারী দিবস পালিত হয়েছে।
শুক্রবার বেলা ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে
জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর, চুয়াডাঙ্গার আয়োজনে “নারীর সমঅধিকার, সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ” প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (রুটিন দায়িত্ব) শারমিন আক্তার।স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর
উপপরিচালক মাকসুরা জান্নাত।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জাতীয় মহিলা সংস্থা চেয়ারম্যান নাবিলা রোকসানা ছন্দা, দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি শাহ আলম সনি, সুবর্ণ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জনাব মিম্মা সুলতানা প্রমুখ।
এর আগে এক বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়কে প্রদক্ষিণ করে।