২১ নভেম্বর ২০২৫, ০৪:১৭ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার” জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৪ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ আলোচনা সভা চুয়াডাঙ্গা প্রশাসন কর্তৃক আয়োজিত বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার সভাপতিত্ব করেন স্থানীয় সরকারের চুয়াডাঙ্গার উপপরিচালক শারমিন আক্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রিয়াজুল ইসলাম, চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম মালিক, উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস,
এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের জন প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।