২১ নভেম্বর ২০২৫, ০৪:১৭ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ জীবননগরের সড়কের উপর লালশাকের ডাটা শুকাতে দেওয়ায় ঘটছে দুর্ঘটনা।নিষেধ করলেও কে শোনে কার কথা।
জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের দেহাটি বাজার থেকে কাশিপুরের দিকে যেতে প্রধান সড়কের উপর এভাবেই লালশাকের ডাটা শুকাতে দেওয়া হচ্ছে। ফলে মটরসাইকেলে অহরহ ঘটছে দুর্ঘটনা।বিশেষ করে স্কুল কলেজের ছেলে মেয়েরা স্কুল ও প্রাইভেট পড়তে যাওয়া আসার পথে দুঃঘটনায় শিকার হচ্ছে।স্থানীয়রা নিষেধ করলেও শুনছেনা কারও কথা।বড় ধরনের দূর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নজর দেয়া মনে করেন সচেতন মহল।