২১ নভেম্বর ২০২৫, ১২:২৭ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ জাটকাসহ সবধরনের দেশীয় প্রজাতির ছোট মাছ রক্ষা এবং অবৈধ জাল নির্মূলে বরিশালের বাবুগঞ্জে আড়িয়াল খা, সন্ধ্যা ও সুগন্ধা নদীতে অভিযান চালিয়েছেন উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও কোস্ট গার্ড,থানা পুলিশ ও আনসার ব্যাটালিয়ন।
বুধবার (৭ফেব্রুয়ারি ) সকাল থেকে বাবুগঞ্জ উপজেলা ৩ টি নদীতে অভিযান চালানো হয়েছে। অভিযানে মশারী জাল , চরঘেরা জাল, কারেন্ট জাল , চায়না দুয়াবী জালসহ ৬০ লক্ষ টাকার জাল জব্দ ও বিভিন্ন ধরণের মাছ ধরার সরঞ্জাম জব্দ করা হয়েছে। জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা মৎস্য অফিসার রিপন কান্তি ঘোষ, বরিশাল বিভাগ এর সহকারী পরিচালক মোঃ নাসির উদ্দীন, মৎস্য অফিসার ইলিশ বিমল চন্দ্র দাস, বাবুগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোহাম্মদ আলম, উপজেলা মৎস্য অফিসার গৌরনদী মোঃ আবুল বাসার, কোস্ট গার্ড বরিশাল এর কন্টিনজেন্ট কমান্ডার মোঃ বাদল মিয়া, বাবুগঞ্জ থানার সাব ইন্সপেক্টর মোঃ আলী হোসেন, আনসার ব্যাটালিয়ান হাবিলদার মোতালেব হোসেন।
বরিশাল জেলা মৎস্য অফিসার রিপন কান্তি ঘোষ
বলেন, ৬০ লক্ষ টাকার জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। অসাধু জেলে পাওয়া যায়নি। পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অভিযান অব্যাহত থাকবে।