২১ নভেম্বর ২০২৫, ০১:৫৬ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি, দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার জীবননগরে দু’দিন ব্যাপী বিজ্ঞান মেলা, অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে মেলা উদ্বোধন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ।মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুর রহমান৷বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈসা ও মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দীন ইসলাম,
উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল জব্বার, উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান, জীবননগর আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল খালেক, মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির জীবননগর জোনাল অফিসের এজিএম মোহাম্মাদ মোহাইমিনুল ইসলাম প্রমুখ।মেলায় ২২টি স্কুল ও কলেজের শিক্ষার্থীরা স্টল দিয়ে তাদের উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে। মেলা উদ্বোধনের আগে জীবননগর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভা যাত্রাটি জীবননগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেলা চত্বরে এসে শেষ হয়।