২১ নভেম্বর ২০২৫, ০১:৫২ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
স্ত্রীকে নির্যাতনের মামলায় বরগুনার শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রবিউল হত্যা মামলায় নিরপরাধদের জড়ানোর অভিযোগে বাবুগঞ্জে বিএনপি’র একাংশের সংবাদ সম্মেলন বাবুগঞ্জের ছাত্রদল নেতার খুনিদের গ্রেপ্তার পরবর্তী দৃষ্টান্ত ফাঁসির দাবিতে বিক্ষোভ চুয়াডাঙ্গায় ৩ তক্ষকসহ গ্রেফতার ১জন বাবুগঞ্জ এলজিইডি’র এলসিএস কমিউনিটি অর্গানাইজার সানজিদার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও হয়রানির অভিযোগ জোটের চাপ নাকি অভ্যন্তরীণ কোন্দল? বরিশাল -৩ আসনে এখনো প্রার্থী চূড়ান্ত করতে পারেনি বিএনপি। ভোটারদের মাঝে ‘ভিআইপি চমক’-এর গুঞ্জন বাবুগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এর ৫০ বছর পূর্তীতে ঝালকাঠি জেলা জাসাসের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাংলাবান্ধায় ভারসাম্যহীন নারী গণধর্ষণেন শিকার চার ধর্ষক আটক বাবুগঞ্জে ছাত্রদল নেতা হত্যাকাণ্ড: ২১ জনের নামে মামলা!
খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে কেএমপি ট্রাফিক বিভাগের সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত

খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে কেএমপি ট্রাফিক বিভাগের সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত

খুলনা থেকে নিজস্ব প্রতিবেদক ইমরান জামান কাজল।

আজ ১৬ জানুয়ারি ২০২৪ খ্রিঃ, ০২ মাঘ ১৪৩০ বঙ্গাব্দ, মঙ্গবার সকাল ১০:৪০ ঘটিকার সময় খুলনা মহানগরীর সদর থানা এলাকায় অবস্থিত নগর ভবনে খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে খুলনা মহানগরীকে যানজটমুক্ত, পরিচ্ছন্ন এবং ফুটপথ অবৈধ দখলমুক্ত করার জন্য করণীয় নির্ধারণে কেএমপি’র ট্রাফিক বিভাগের সাথে সমন্বয় সভার আয়োজন করা হয়।

উক্ত সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আলহাজ্ব জনাব তালুকদার আব্দুল খালেক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম-সেবা।

সমন্বয় সভায় শুরুতে খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আলহাজ্ব জনাব তালুকদার আব্দুল খালেক বক্তব্যে প্রদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র মহোদয় বলেন, খুলনা মহানগরীকে একটি যানজটমুক্ত, পরিচ্ছন্ন এবং ফুটপথ অবৈধ দখলমুক্ত, বসবাসযোগ্য স্মার্ট নগরী হিসেবে গড়ে তোলার জন্য আমাদের কেএমপি’র ট্রাফিক বিভাগের সাথে সমন্বয় করে একযোগে কাজ করতে হবে। আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি এই শহরটাকে সুন্দর করে গড়ে তুলতে হবে। এটা আমার নির্বাচনী ইশতেহার ও ছিল। এটা আমাদের সকলের দয়িত্ব।

অনুষ্ঠানের বিশেষ অতিথি কেএমপি’র পুলিশ কমিশনার উপস্থিত সকলকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে বক্তব্য প্রদান করে করেন। তিনি প্রথমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং খুলনা সিটি কর্পোরেশনের বারবার নির্বাচিত মেয়র আলহাজ্ব জনাব তালুকদার আব্দুল খালেক মহোদয়ের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

তিনি বলেন, খুলনা মহানগরীর যানজট নিরসন, ফুটপথ অবৈধ দখলমুক্ত এবং অবৈধ যানবাহনের বিরুদ্ধে বিরুদ্ধে সর্বাত্মক অভিযান পরিচালনা করার জন্য খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয়ের নির্দেশনা অনুযায়ী একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

কেসিসি কর্তৃক মহানগরীতে চলাচলকারী ইজিবাইকে লাইসেন্স প্রদানে মাঠ পর্যায়ে একটা নিরীক্ষার আলোকে কিউআর কোড ব্যবহার করে লাইসেন্স প্রদানের উদ্যোগকে সাধুবাদ জানান। খুলনা সিটি কর্পোরেশনের তালিকাভূক্ত লাইসেন্স ছাড়া অবৈধ ইজিবাইক ও ব্যাটারী চালিত রিকশার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি প্রদান করেন।

পুলিশ কমিশনার মহোদয় খুলনা মহানগরী এলাকায় মাদক ব্যবসায়ী এবং ভূমি দস্যুদের দমনে কঠোর পদক্ষেপ গ্রহণের কথা দৃপ্ত কণ্ঠে উচ্চারণ করেন।

এ সময় কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) জনাব সরদার রকিবুল ইসলাম, বিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (ও ট্রাফিক এন্ড প্রটোকল, অতিঃ দায়িত্ব ক্রাইম) জনাব মোছাঃ তাসলিমা খাতুন; ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মনিরা সুলতানা এবং কেসিসির প্রধান নির্বাহী-সহ খুলনা মেট্রোপলিটন পুলিশ ও কেসিসির বিভিন্ন পদমর্যাদার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019