২১ নভেম্বর ২০২৫, ০১:৫২ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ দামুড়হুদা বাসস্ট্যান্ডে ডিবি পুলিশের ধাওয়ায় রুপার গহনা ও মটরসাইকেল ফেলে এক চোরাকারবারীর পলায়ন।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় দামুড়হুদা বাসষ্টান্ডে চুয়াডাঙ্গা ডিবি পুলিশের একটি বিশেষদল গোপন সংবাদে ভিত্তিতে বাসস্ট্যান্ডে অপেক্ষা করছিল। এ সময় সন্দেহজনক এক ব্যাক্তি দর্শনার দিক থেকে চুয়াডাঙ্গার দিকে মোটরসাইকেল যোগে বাসস্ট্যান্ড অতিক্রম করতে গেলে ডিবি পুলিশ তাকে গাড়ি থামানোর চেষ্টা করে। ডিবি পুলিশ দেখে চোরাকারবারি নম্বরবিহীন একটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে জনসম্মুখে ডিবি পুলিশ মোটরসাইকেলের ছিটের নিচ থেকে ৫ লাখ৪০ হাজার টাকার মূল্যের ৭ কেজি রুপার বিভিন্ন গহনা উদ্ধার করে। চুয়াডাঙ্গা ডিবি পুলিশের ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন ৭ কেজি রুপা সহ মোটরসাইকেল আটক করা হয়েছে। দামুড়হুদা থানায় একটি মামলা হয়েছে এবং আসামী সনাক্তের জোর চেষ্টা চালানো হচ্ছে।