২১ নভেম্বর ২০২৫, ১১:০৬ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
রাহাদ সুমন,
বিশেষ প্রতিনিধিঃ
গত কয়েকদিন ধরে শৈত্য প্রবাহে জবুথবু বানারীপাড়াসহ দেশের মানুষ।বিশেষ করে হাড় কাঁপানো শীতে গরম কাপড়ের অভাবে
ছিন্নমূল ও হতদরিদ্র মানুষের দুর্ভোগের শেষ নেই। প্রধানমন্ত্রীর দেওয়া শীতবস্ত্র (কম্বল) নিয়ে
বানারীপাড়ার উপজেলা নির্বাহী অফিসার অন্তরা হালদার হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন। ১৩ জানুয়ারী শনিবার হাড় কাঁপানো শীতের রাতে তিনি সন্ধ্যা নদীর তীরে গড়ে তোলা পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের উত্তরপাড় আশ্রয়ণ প্রকল্পে বসবারত পরিবারগুলোর মাঝে কম্বল বিতরণ করেন। গভীর রাতে ইউএনওর হাত থেকে কম্বল পেয়ে তারা দারুন খুশি। কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও ইউএনওর প্রতি। এ প্রসঙ্গে বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার অন্তরা হালদার জানান ইতোমধ্যে পৌরশহরসহ উপজেলার ৮ ইউনিয়নে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে এবং এটা অব্যাহত থাকবে।