২১ নভেম্বর ২০২৫, ১২:৩৮ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
দিনাজপুরের হিলিতে ধানের মাঠে পরিত্যক্ত অবস্থায় মর্জিনা (৪৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় উপজেলার আলীহাট ইউনিয়নের ধাওয়া নশিপুর নামক এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত মর্জিনা (৪৫) গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ এলাকার আনফির রহমানের মেয়ে। বিষয়টি নিশ্চিত করছেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ দুলাল হোসেন।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ দুলাল হোসেন জানান, সকালে স্থানীয়দের ফোনের মাধ্যমে জানতে পেরে আলীহাট ইউনিয়নের ধাওয়া নশিপুর এলাকা থেকে মর্জিনা নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। আলীহাট ইউনিয়নের ফুলমিয়া নামের এক ব্যক্তির সঙ্গে মর্জিনার বিয়ে হয়েছিল এবং এক বছর আগে তাদের দুজনের তালাক হয়। আজ তার মরদেহ উদ্ধার করা হয়। কিভাবে তার মৃত্যু হয়েছে তা এখনো জানা যায়নি, তবে ময়নাতদন্ত শেষে বলা যাবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।