২১ নভেম্বর ২০২৫, ০৫:০৮ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
সাইফুল ইসলাম,বাবুগঞ্জ ঃ
বরিশালের বাবুগঞ্জের কৃতি সন্তান ও বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম আজাদ এর জ্যেষ্ঠ কন্যা ফাতেমা জোহরা আদিবা অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সিডনি থেকে Design in Architecture বিষয়ে উচ্চশিক্ষা সম্পন্ন করে সফলতার সঙ্গে Registered Architect হিসেবে নিবন্ধিত হয়েছেন।
রাজধানীর ঢাকার বসুন্ধরায় অবস্থিত Sunnydale International School-এ ইংরেজি মাধ্যমে এ-লেভেল সম্পন্ন করার পর তিনি উচ্চশিক্ষার লক্ষ্যে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান। সেখানে কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও মেধার প্রমাণ রেখে ডিজাইন ইন আর্কিটেকচার বিষয়ে কৃতিত্বের সঙ্গে স্নাতকোত্তর সম্পন্ন করেন এবং পরবর্তীতে নিবন্ধিত আর্কিটেক্ট হিসেবে স্বীকৃতি অর্জন করেন।
ফাতেমা জোহরা আদিবা আশা প্রকাশ করেছেন যে ভবিষ্যতে তিনি একজন বিশ্বসেরা স্থপতি হয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম বয়ে আনবেন।
মেয়ের এমন অর্জনে গর্বিত পিতা, বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম আজাদ বাবুগঞ্জ উপজেলার সর্বস্তরের মানুষের কাছে দোয়া কামনা করেছেন।
উল্লেখ্য, আবুল কালাম আজাদ বাংলাদেশের একজন সফল ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তাঁর প্রতিষ্ঠিত এভারগ্রিন ট্রেড ইন্টারন্যাশনাল লিমিটেড-এ বাবুগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলের বহু মানুষের কর্মসংস্থান হয়েছে। পাশাপাশি তিনি তাঁর জন্মস্থান বাবুগঞ্জে মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
এছাড়াও ফাতেমা জোহরা আদিবার মাতা মেহেরুন্নেসা শিরিন বাবুগঞ্জ ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।