২০ নভেম্বর ২০২৫, ১১:৩১ অপরাহ্ন, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বাবুগঞ্জ প্রতিনিধি //
বাবুগঞ্জ এলজিইডি’র এলসিএস কমিউনিটি অর্গানাইজার সানজিদাকে নিয়মতান্ত্রিক ও স্বচ্ছ প্রশাসনিক কাজে বাধাগ্রস্ত করতে একটি মহল পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে বলে দাবি করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তা, সহকর্মী ও স্থানীয়রা।
তাদের মতে, দায়িত্ব গ্রহণের পর থেকেই সানজিদা প্রকল্প সংশ্লিষ্ট সব কাজে নিয়ম, নীতিমালা ও স্বচ্ছতার পক্ষেই ছিলেন। নীতির বাইরে কোনো সুবিধা না দেওয়ায় একটি প্রভাবশালী স্বার্থান্বেষী চক্র ক্ষুব্ধ হয়ে তার বিরুদ্ধে অসত্য তথ্য ছড়াচ্ছে।
সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, সম্প্রতি কয়েকজন ব্যক্তি প্রকল্পসংক্রান্ত সুবিধা পেতে নীতিমালার বাইরে প্রস্তাব দেন। কিন্তু সানজিদা তা প্রত্যাখ্যান করেন। এতে ক্ষুব্ধ হয়ে ওই পক্ষ বিভিন্ন মাধ্যমে তার বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা শুরু করে বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় একাধিক শ্রমিক জানান, সানজিদা দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে সবসময় শ্রমিকদের কাজে নিয়ম মানা, স্বচ্ছতা এবং প্রকল্প বাস্তবায়নে সময়নিষ্ঠতার বিষয়ে কঠোর ছিলেন। এতে অনেকেই সন্তুষ্ট হলেও অনেকে অসন্তোষ প্রকাশ করেন, যা পরবর্তীতে অপপ্রচারে রূপ নেয়।
এ বিষয়ে সানজিদা বলেন,
“আমি সবসময় নিয়ম ও নীতিমালার বাইরে কোনো কাজ করিনি। আমার বিরুদ্ধে ছড়ানো সব অভিযোগই উদ্দেশ্যমূলক। সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে যদি কাউকে সুবিধা দিতে না পারার কারণে অপপ্রচার হয়, সেটি দুঃখজনক।”
সানজিদার সহকর্মীরা জানান, তিনি দায়িত্বশীল, পরিশ্রমী এবং নিয়মমাফিক কাজের পক্ষে থাকায় তাকে টার্গেট করা হচ্ছে। তারা আশা করেন, প্রশাসন এ ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।