২০ নভেম্বর ২০২৫, ০৩:৪৬ অপরাহ্ন, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুযাডাঙ্গার দর্শনায় দাড়ানো ট্রাকে আগুন ধরিয়েছে একদল দুর্বৃত্ত।
বুধবার ভোরে চুয়াডাঙ্গার দর্শনা পুরাতন বাজারের সাবেক বিএনপি নেতা মৃত হাজী মমিনের বাড়ির সামনে তার ট্রাকটি রাখা ছিল।এসময় একদল দুর্বৃত্ত ট্রাকটিতে আগুন ধরিয়ে পালিয়ে যায়।পরে খবর পেয়ে দর্শনা ফায়ার সার্ভিসের গাড়ি এসে আগুন নিয়ন্ত্রণে আনে।সকালে দর্শনা থানা পুলিশ ঘটনাস্থলে এসে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে নিয়ে যায়। সনাক্ত করে দুর্বৃত্তদের ব্যবস্থা নেয়া হবে বলে পুলিশ জানিয়েছেন।