২০ নভেম্বর ২০২৫, ০৬:৫৫ অপরাহ্ন, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গা সদর উপজেলার গাইদঘাট এলাকায় একটি বিলের পানি হতে নিখোঁজোর পরদিন এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রবিবার সকালে চুয়াডাঙ্গার গাইদঘাট গ্রামের ফতুরগাড়ী মাঠের একটি বিলের পানিতে স্থানীয়রা চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়নের দীননাথপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে মোজাম্মেল( ৩৮)’র মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) খালেদুর রহমান সঙ্গীয় ফোর্স এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠায়।পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মুজাম্মেল হক দীর্ঘদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন।শনিবার থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিলনা।