২০ নভেম্বর ২০২৫, ০৪:৫৭ অপরাহ্ন, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার জীবননগর গোয়ালপাড়ার অপহৃত ৫ জনকে ২২ দিন পর যশোরের একটি তালাবদ্ধ গোডাউন থেকে পুলিশ উদ্ধার করেছে।
বুধবার ভোরে চুয়াডাঙ্গা পুলিশ সুপার গোলাম মাওলার নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার আবু জামাল নাসের এর নেতৃত্বে জেলা পুলিশের সাইবার ক্রাইম অপরাধ প্রতিরোধের দল, পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও জীবননগর থানা পুলিশ যৌথভাবে গোপন সংবাদের ভিত্তিতে একটি টিম যশোর জেলার ঝিকরগাছা থানার হাজিরবাগ ইউনিয়নের কুল্লা গ্রামে এক অভিযান চালায়। এসময় রেজাউল হোসেনের খামারের তালাবদ্ধ গোডাউন ঘেরাও করে গোডাউনের তালা ভেঙ্গে ভিতর থেকে অপহৃত ৫জনকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃতরা হলো, জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গোয়াল পাড়া গ্রামের মোঃ মমিন হোসেনের ছেলে স্বপন (৪০), মোঃ আতিয়ার রহমানের ছেলে আবুল হোসেন (৩০), আনার (৫২) ও তার ছেলে শফি (২৭), এবং শওকত আলির ছেলে হাসান (২৭)। উল্লেখ স্থানীয় সূত্র জানায়, গোয়ালপাড়া গ্রামে সম্প্রতি একটি স্বর্ণের চালান নিয়ে বিরোধের ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করেই গ্রামের স্বর্ণ চোরাচালানচক্রের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। নিখোঁজ পাঁচজনের ঘটনাটিও সেই বিরোধের ধারাবাহিকতায়
১৩ ও ১৪ অক্টোবর দু’দিনে নিজ গ্রাম হতে তারা অপহৃত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।