২০ নভেম্বর ২০২৫, ০৭:০৫ অপরাহ্ন, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি জেলার বিভিন্ন ইউনিয়নের ইউনিয়ন পরিষদ প্রশাসনিক ৭ জন অবসরোত্তর কর্মকর্তাগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বুধবার বিকেলে ঝালকাঠি জেলা প্রশাসকের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আশরাফুর রহমান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আমার টেবিলে কোন ফাইল আসলে কোন ফাইল আটকা থাকে না। আপনাদের অনেকের পেনশনের ফাইল আমার কাছে এসেছে আমি দ্রুত ফাইল সম্পূর্ণ করে দিয়েছি।
আপনারা এখন মাসের ১ তারিখে বেতন পাচ্ছেন।
যারা আজকে অবসরে গিয়েছেন তারা অত্যন্ত সুনামের সাথে সরকারের কাজ করেছেন। আমি আশা করি এখন যারা দায়িত্বে আছেন তারা ও সুনামের সাথে কাজ করবেন। এবং যারা অবসরে গেছেন তাদের সুস্থতার জন্য তিনি মহান আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন।
অবস
বাংলাদেশ ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা এসোসিয়েশন এর ঝালকাঠি জেলা শাখার সভাপতি মোঃ মনিরুজ্জামান হাওলাদারের সভাপতিত্ব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক স্থানীয় সরকার ঝালকাঠি মোঃ কাওছার হোসেন,সদর , অতিরিক্ত জেলা প্রশাসক( রাজস্ব ) তৌহিদুল ইসলাম,উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আরিফুর রহমান।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক এসোসিয়েশন ঝালকাঠি জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এইচ এম শফিকুল ইসলাম।