২০ নভেম্বর ২০২৫, ০৪:৪৬ অপরাহ্ন, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
বাবুগঞ্জ এলজিইডি’র এলসিএস কমিউনিটি অর্গানাইজার সানজিদার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও হয়রানির অভিযোগ জোটের চাপ নাকি অভ্যন্তরীণ কোন্দল? বরিশাল -৩ আসনে এখনো প্রার্থী চূড়ান্ত করতে পারেনি বিএনপি। ভোটারদের মাঝে ‘ভিআইপি চমক’-এর গুঞ্জন বাবুগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এর ৫০ বছর পূর্তীতে ঝালকাঠি জেলা জাসাসের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাংলাবান্ধায় ভারসাম্যহীন নারী গণধর্ষণেন শিকার চার ধর্ষক আটক বাবুগঞ্জে ছাত্রদল নেতা হত্যাকাণ্ড: ২১ জনের নামে মামলা! দর্শনায় দাড়ানো ট্রাকে আগুন ধরিয়েছে দুর্বৃত্তরা বিরামপুর রেলস্টেশনে ট্রেনের যাত্রা বিরতির দাবিতে সাংবাদিক সম্মেলন বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের বড় বোনের ইন্তেকাল চুয়াডাঙ্গায় স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে স্ত্রীর মৃত্যু
ঘোড়াঘাটে পাঁচ গ্রামের মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহবান

ঘোড়াঘাটে পাঁচ গ্রামের মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহবান

মাহতাব উদ্দনি আল মাহমুদ, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাটে পাঁচ গ্রামের মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানি আব্দুল হক।
মঙ্গলবার (৪ নভেম্বর) রাত সাড়ে ৮টায় বারপাইকেরগড় গ্রামে আব্দুল করিম এর সঞ্চালনায় উপজেলার ওসমানপুর, খোদাদাতপুর, হায়দারনগর, আফসারাবাদ ও নুরজাহানপুর গ্রামের বাসিন্দাসহ স্বার্থসংশ্লিষ্ট জায়গায় বসবাসরত বাসিন্দাদের ঐক্যবদ্ধ থাকার লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় এলাকার সার্বিক পরিস্থিতি ও বাসিন্দাদের অধিকার সংরক্ষণে একসাথে কাজ করার আহ্বান জানান আমার বাংলাদেশ (এবি) পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানি আব্দুল হক।
অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তবে আমার বাংলাদেশ (এবি) পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানি আব্দুল হক এ কথা বলেন।
অনুষ্ঠিত সভায়, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৩নং সিংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক সাজ্জাদ হোসেন, সাবেক চেয়ারম্যান সারোয়ার হোসেন, এবি পার্টির ঘোড়াঘাট উপজেলা শাখার প্রধান সমন্বয়ক সহকারী অধ্যাপক জালাল উদ্দীন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৩নং সিংড়া ইউনিয়ন সভাপতি সিরাজুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে খোদাদাতপুর গ্রামের সরফরাজ আহমেদ দুলাল, বারপাইকেরগড় গ্রামের খাদেম আলী সহ আরও অনেকে বক্তব্য রাখেন। বক্তারা বলেন, এই পাঁচ গ্রামের জমিতে বসবাসরত সকলকে ঐক্যবদ্ধ থেকে নিজেদের ন্যায্য অধিকার রক্ষায় সচেষ্ট হতে হবে। তারা অভিযোগ করেন, প্রশাসন জনগণের পাশে না থেকে এমএফআরও (মিলিটারী ফ্যামিলি রিহ্যাবলিটেশন অফিস) এর পক্ষাবলম্বন করছে, যা জনগণের স্বার্থবিরোধী। বক্তারা প্রশাসনের উদ্দেশে বলেন, “জনগণের বিরুদ্ধে নয়, জনগণের পাশে দাঁড়ান। এমএফআরও নামক কোন সংগঠন নয়, জনগণের পক্ষে থেকে সহযোগিতা করুন।”

উক্ত সভায় উপস্থিত সবাই মত দেন, ঐক্যবদ্ধ থাকলেই সব গ্রামের মানুষের স্বার্থ রক্ষা করা সম্ভব। এ সময় পাঁচ গ্রামের বাসিন্দা সহ উপজেলার বিভিন্ন এলাকার প্রায় দেড় হাজার লোকজন উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019