২০ নভেম্বর ২০২৫, ০৯:০৯ অপরাহ্ন, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
নিজস্ব প্রতিবেদক:
বরিশালের বাবুগঞ্জে পূর্ব শত্রুতার জেরে কেদারপুর ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক জাহিদুল ইসলাম অপুকে পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ জিসান বাহিনী। ঘটনাটি ঘটে সোমবার দুপুর ১২টার দিকে বাবুগঞ্জ উপজেলার খানপুরা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে আগরপুর ইউনিয়নে সংঘটিত এক ঘটনায় জিসানকে পুলিশের হাতে তুলে দিয়েছিলেন অপু। সেই ঘটনার জের ধরেই সোমবার খানপুরা বাজারের একটি দোকানে অপুকে দেখে জিসান প্রথমে তর্কে জড়ায়। একপর্যায়ে সে ফোন করে সহযোগীদের ডেকে এনে অপুর ওপর অতর্কিত হামলা চালায়।
হামলায় অপুর শরীরের বিভিন্ন স্থানে এবং মাথায় গুরুতর আঘাত লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
আহত অপু কেদারপুর ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক ও বাবুগঞ্জ উপজেলা শ্রমিক দলের সক্রিয় কর্মী।
সংবাদ পেয়ে উপজেলা শ্রমিক দলের সভাপতি ফরিদ উদ্দিন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু হাসপাতালে গিয়ে আহত নেতার চিকিৎসার খোঁজখবর নেন।
উপজেলা শ্রমিক দলের সভাপতি ফরিদ উদ্দিন বলেন,অপু বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি অভিযোগ দিতে আসছিলেন। এর আগ মুহূর্তে উপজেলা প্রশাসনিক ভবনের সামনে সন্ত্রাসী জিসান তাকে অতর্কিতে হামলা করে মারাত্মকভাবে আহত করে। বর্তমানে তিনি শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এ বিষয়ে এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল মামুন-উল ইসলাম বলেন, হামলার ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থল থেকেই মূল হোতা জিসানকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।