২০ নভেম্বর ২০২৫, ০৮:০৩ অপরাহ্ন, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা মহাসড়কে মোটরসাইকেল ও শ্যালো ইঞ্জিনচালিত অবৈধ যানের (লাটাহাম্বার) মুখোমুখি সংঘর্ষে এক বাহারাইন প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।এসময় তার স্ত্রীর বোন ও মেয়ে মারাত্মক জখম হয়েছে।
সোমবার বেলা ১২টার দিকে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার চিথলিয়া গ্রামের পিয়ার আলীর ছেলে বাহারাইন প্রবাসী ইকতার আলী (৩৮) ও তার স্ত্রীর বোন একই উপজেলার ছতিয়া ইউনিয়নের ঈয়ারী গ্রামের জয়নাল আলীর স্ত্রী সাগরি খাতুন (৩০) ও তার মেয়ে জামিলা খাতুন (১১) কে নিয়ে মোটরসাইকেল যোগে ঝিনাইদহের মহেশপুরে আত্মীয়ের বাড়ি যাচ্ছিল। পথে আলমডাঙ্গার মুন্সিগঞ্জ ব্রীজমোড় খুদিয়াখালী গ্রামে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বিচুলিভর্তি ইন্জিল চালিত লাটাহাম্বারের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।এসময় মটরসাইকেল চালক ইকতার ঘটনাস্থলে মারা যায়।অন্যদিকে সাগরি খাতুন তার মেয়ে জামিলা খাতুন মারাত্নকভাবে জখম হয়।
পরে সকলকে চুয়াডাঙ্গা সদর হাসপাতারে নিযে আসে।পরে জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাপলা খাতুন বলেন, দুর্ঘটনায় আহত ইকতার হোসেনকে হাসপাতালে আনার আগেই তিনি মারা যান। আহতদের মধ্যে শিশুর অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।আলমডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, দুর্ঘটনায় একজন নিহত ও দুজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে মোটরসাইকেল ও লাটাহাম্বার জব্দ করা হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি হচ্ছে, পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।