২০ নভেম্বর ২০২৫, ০৭:০৫ অপরাহ্ন, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মোঃ রাজু আহম্মেদ মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনি পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সাইদ লিখন সরদারকে আটক করেছে থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৫ অক্টোবর) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালপুর এলাকার থেকে তাকে আটক করে কালকিনি থানা পুলিশ। সন্ত্রাস বিরোধী আইনে তাকে আটক করা হয়েছে।
ছাত্রলীগ নেতা লিখনের বিরুদ্ধে পুলিশের উপর হামলা ও বিস্ফরক এই দুইটি মামলা রয়েছ।
আটকের বিষয়, কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ‘লিখন সরদার কালকিনি থানার পুলিশের উপর হামলা ও বিস্ফরক দুটি মামলার এজাহার ভুক্ত আসামী।তাকে গ্রেপ্তার করে মাদারীপুর জেল হাজতে প্রেরন করা হয়েছে।