২০ নভেম্বর ২০২৫, ০৯:১১ অপরাহ্ন, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় পাখিভ্যানে বোরকা জড়িয়ে এক নারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার রাতে চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকচন্দ্রপুর ইউনিয়নের আনসার ক্যাম্পপাড়া গ্রামের শফিকুর রহমানের স্ত্রী মালেকা খাতু(৩০) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা যায়।এর আগে চুয়াডাঙ্গার সরোজগঞ্জ ছ’ মাইল নামক স্থানে বেলা ১১টার
মালেকা খাতুন স্থানীয় একটি পাখিভ্যানে চড়ে বাজারে আসছিলেন।এসময় চলন্ত অবস্থায় তার পড়নের বোরকার একটি অংশ ভ্যানের চাকায় পেঁচিয়ে গেলে তিনি ভারসাম্য হারিয়ে পিচ রাস্তার উপর ছিটকে পড়েন এবং গুরুতর আহত হন।তাৎক্ষণিক ভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। জরুরি বিভাগের চিকিৎসক ডা. জেসমিন আক্তার মালেকার অবস্থা আশঙ্কাজনক থাকায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করলে সেখানে তার মৃত্যু হয়।