২০ নভেম্বর ২০২৫, ১০:১৯ অপরাহ্ন, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বেলাল হোসেন সিকদার//
গতকাল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশে’র সিনিয়র প্রেসিডিয়াম সদস্য, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ইসলামিক ফাউন্ডেশন এর বোর্ড অফ গভর্নর আল্লামা অধ্যক্ষ সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ্ আল-মাদানী ও ইঞ্জিনিয়ার সৈয়দ মাসরুর বিল্লাহ্ পাকিস্তানের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের ডাইরেক্টর মোহাম্মদ রায়হান জাভেদ, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর জিবরান আহমেদ,প্রাইম-মিনিস্টার দপ্তর-এর কর্মকর্তা,ড.সৈয়দ জিয়া হোসেন,ড. তারেক হাসান এর সাথে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত গুরুত্বপূর্ণ আলোচনা বৈঠকে বাংলাদেশ-পাকিস্তান উভয় দেশের শিক্ষা,সংস্কৃতি,ধর্মীয়, বাণিজ্যিক উন্নয়নের জন্যে একত্রে কাজ করার আলোচনার প্রাধান্য পায়।উভয় দেশই ও আই সি এর সদস্য হিসেবে মুসলিম উম্মার স্বার্থ রক্ষার জন্য একত্রে কাজ করার জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বৈঠকে অংশগ্রহণকারী সকলেই।সেই সাথে সম্প্রতি ফিলিস্তান-ইজরায়েল যুদ্ধ বিরতি চুক্তিকে উভয় দেশ সাদর অভ্যর্থনা জানান।অধ্যক্ষ সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ্ আল-মাদানী একজন শিক্ষাবিদ রাজনীতিবিদ লেখক ও গবেষক তার চিন্তাধারায় উক্ত বৈঠক এর আলোচনা উভয় দেশের কল্যাণ বয়ে আনবে বলে ধারণা করেন নেটিজেনরা।