২১ নভেম্বর ২০২৫, ১২:৪২ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বি এম মনির হোসেনঃ-
গত ৮ ই অক্টোবর বরিশাল জেলার গৌরনদী উপজেলার হোসনাবাদ সাহেবের চর বাজারে পাহারাদার দের বেঁধে একাধিক দোকানে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের অন্যতম সহযোগী সদস্য জালাল মিজিকে মুন্সিগঞ্জ সদর থানা এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে গৌরনদী মডেল থানা পুলিশ। ১৫ ই অক্টোবর রোজ বুধবার দুপুরে গ্রেফতারকৃত ওই আসামির পাঁচদিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়।গ্রেফতারকৃত ডাকাত সদস্য জালাল মিজি মুন্সিগঞ্জ সদর থানা এলাকার বানিয়াল মহেশপুর গ্রামের কাশেম মিজির ছেলে। এ বিষয়ে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ তরিকুল ইসলাম বলেন ডাকাতির ঘটনায় মামলা দায়েরর পরবর্তী থেকে আধুনিক তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে মুন্সিগঞ্জ সদর থানা পুলিশের সহযোগিতায় ওই ডাকাত সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয় গৌরনদী মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত ডাকাত সদস্য জালাল মিজি একজন আন্তঃজেলা ডাকাত চক্রের অন্যতম সহযোগী সদস্য। তার বিরুদ্ধে বরিশাল সহ দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে।
পাশাপাশি তিনি আরো বলেন বাকি আসামিদের গ্রেফতারে তাদের অভিযান অব্যাহত রয়েছে।