২১ নভেম্বর ২০২৫, ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি ॥
বরিশালের বাবুগঞ্জে জেলা সমবায় কার্যালয়ের আয়োজনে এবং উপজেলা সমবায় কার্যালয়ের বাস্তবায়নে দিনব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১১টায় বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্ম নিবন্ধক মোঃ আতিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা সমবায় অফিসার সাখাওয়াত হোসেন।
বাবুগঞ্জ উপজেলা সমবায় অফিসার মোঃ আব্দুস সালাম এর সভাপতিত্বে কর্মশালায় এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা সমবায় কার্যালয়ের সহকারী প্রশিক্ষক নাজনীন আরা, বাবুগঞ্জ উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক মোঃ আফজাল হোসেন পিন্টু এবং সহকারী পরিদর্শক সালমা বেগম।
দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় মোট ২৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা সমবায় কার্যক্রমের আধুনিকায়ন, সুশাসন ও আর্থ-সামাজিক উন্নয়নে সমবায়ের ভূমিকা নিয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন।
প্রধান অতিথি মোঃ আতিকুল ইসলাম বলেন, সমবায় আন্দোলনকে শক্তিশালী করতে হলে দক্ষ মানবসম্পদ গঠন জরুরি। এ ধরনের প্রশিক্ষণই মাঠপর্যায়ে ইতিবাচক পরিবর্তন আনবে।