২১ নভেম্বর ২০২৫, ১২:৪১ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের ক্রাইম ডেক্স::: বরিশালের বাকেরগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত ১০ টায় কবাই ইউনিয়নের কালেরকাঠী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কবাই ইউনিয়নের সাবেক স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ রিগান হাওলাদার ও সাবেক ইউনিয়ন বিএনপির সদস্য মনির শরিফ দুই প্রভাবশালী গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গতকাল রাত ১০ টায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সংঘর্ষে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র ব্যবহার করা হয়। এতে উভয় গ্রুপের ৮ জন আহত হয়েছেন।
সংঘর্ষে মো: রিগান হাওলাদারে বাবা রফিক হাওলাদার ও আল আমিন নামের এক যুবক প্রতিপক্ষের ছুরি আঘাতে গুরুতর আহত হলে তাদেরকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাতেই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। রিগান হাওলাদারের ছোট ভাই সেজান হাওলাদার বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
অপরদিকে প্রতিপক্ষের হামলায় মনির শরীফের পক্ষের পাঁচজন আহত হয়। মনির শরীফ ও ফিরোজ সিকদার দুইজনকে রাতেই গ্রেফতার করেছে পুলিশ। আহত রিপন, সৌরভ, সেলিনা বেগম বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, কবাই ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে প্রায় আটজন আহত হয়েছে। এই সংঘর্ষের ঘটনায় মনির শরিফ ও ফিরোজ শিকদারকে পুলিশ গ্রেপ্তার করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। সংঘর্ষের ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে জানিয়েছেন স্থাীয়রা।