০৯ নভেম্বর ২০২৫, ০১:০৫ অপরাহ্ন, ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, রবিবার, ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের ক্রাইম ডেক্স
বর্তমানে বাংলাদেশি গণমাধ্যমের শিরোনামে রয়েছেন সাকিব আল হাসান। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। এরপর থেকেই সমালোচনায় ভাসছেন আওয়ামী লীগের এই সাবেক এমপি। এর মাঝেই কানাডা থেকে সুখবর পেয়েছেন এই অলরাউন্ডার।
কানাডার সুপার সিক্সটি টুর্নামেন্টে মন্ট্রিয়াল টাইগার্সের হয়ে মাঠ মাতাতে দেখা যাবে সাকিবকে। বাংলাদেশি এই অলরাউন্ডারকে আইকন ক্রিকেটার হিসেবে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
সাকিবের পাশাপাশি আরো বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে দেখা যাবে টাইগার্সের জার্সিতে। এই তালিকায় আছেন জশ ব্রাউন, ইসুরু উদানা ও অ্যান্ড্রু টাইরা।
আগামী ৮ অক্টোবর পর্দা উঠছে কানাডার সুপার সিক্সটি আসরের। ১০ ওভারের এই টুর্নামেন্টটি চলবে ১৩ অক্টোবর পর্যন্ত।
বিজ্ঞাপন
মন্ট্রিয়াল টাইগার্স: সাকিব আল হাসান, জশ ব্রাউন, টম মুরস, নিক হবসন, ইসুরু উদানা, রায়ান হিগিন্স, অ্যান্ড্রু টাই, জুনায়েদ সিদ্দিকী, ব্র্যাডলি কারি, বেন মেনেনতি, দিলপ্রীত বাজওয়া, আন্স প্যাটেল, শ্রেয়াস মুভভা, গুরসাহিব সিং ও পদম জোশি।