২১ নভেম্বর ২০২৫, ০৪:২৩ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের ক্রাইম ডেক্স
জাতীয় নাগরিক পার্টি জুলাই আন্দোলন বিক্রি করছে বলে অভিযোগ করেছেন জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থী তারিমা। তিনি বলেন, ‘আমরা কখনো বলিনি, আমরা রাজনীতি করব বলে শেখ হাসিনাকে সরাতে হবে। আমাদের কথা ছিল, আমরা যে অধিকার থেকে বঞ্চিত ছিলাম সেই অধিকার নতুন করে দিতে হবে।’
সম্প্রতি একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এসব মন্তব্য করেন তারিমা। রাজনীতিতে যোগ দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘এক সময় এনসিপিতে যোগ দেওয়ার ইচ্ছা ছিল। তবে ক্ষমতায় আসার আগে এনসিপি নেতাদের নামে যেসব দুর্নীতির অভিযোগ তার কারণে এনসিপির ওপর থেকে বিশ্বাস উঠে গেছে।’
অন্তর্বর্তী সরকার জুলাই সনদ ঘোষণা না করার পরও এনসিপি নেতারা কোনো কর্মসূচি ঘোষণা না করায় ক্ষোভ প্রকাশ করেছেন তারিমা। জুলাই গণ-অভ্যুত্থানের কারণে বিএনপি সবচেয়ে লাভবান হয়েছে বলে দাবি তার।
তিনি বলেন, ‘বিএনপি যদি ক্ষমতায় আসার পর আওয়ামী লীগের মতো আচারণ করে তাহলে তাদের পরিণতি আরো খারাপ হবে। আওয়ামী লীগ পালানোর সুযোগ পেছেয়েছে কিন্তু বিএনপি সেই সুযোগও পাবে না।’
সবাইকে তার নাগরিক ও রাষ্ট্রীয় অধিকার সম্পর্কে জানার পরামর্শ দিয়েছেন তিনি। যদি মনে হয় নিজ অধিকার থেকে বঞ্চিত তাহলে কথা বলার, অধিকার ফিরে চাওয়ার পরামর্শ দিয়েছেন তারিমা।