২০ নভেম্বর ২০২৫, ১১:৩৫ অপরাহ্ন, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি,
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশের বিশেষ অভিযানে ১০২ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ১ মহিলা গ্রেফতার হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১০ টায় দর্শনা থানার অফিসার ইনচার্জ মুহম্মদ শহীদ তিতুমীর এর তত্বাবধানে দর্শনা থানার এসআই (নিঃ) মোঃ মাসুদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে পাশ্ববর্তী আকুন্দবাড়িয়া গ্রামের উত্তরপাড়া হাসমত আলীর বাড়িতে অভিযান চালায়। এসসয় হাসমতের স্ত্রী জহুরা বেগম জোহরা (৫২) কে গ্রেফতার করে তার কাছে থাকা ১শ ২ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।এদিকে গ্রামবাসী জানায়, এলাকার কয়েকজন শীর্ষ মাদক বিক্রেতা এলাকার মেয়েদের দিয়ে মাদক পাচার করে আসছে। তাই মাদক বহনকারীদের পাশাপাশি প্রকৃত বিক্রেতার আইনের আওতায় আনা হোক।