২১ নভেম্বর ২০২৫, ০২:১০ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মঙ্গলবার ২৪ জুন সকালে উপজেলা উন্নয়ন/সমন্বয় মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন তিনি তার বক্তব্যে বলেন আগামী ২৬ জুন শুরু হচ্ছে এইচএসসি সমমান পরীক্ষা।
দেশ করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। তাই পরিক্ষায় সকলের নিরাপত্তার জন্য মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে।কেন্দ্র সচিবদের নির্দেশনা প্রদান করা হয়েছে। এবং পরীক্ষা কেন্দ্রে সবাইকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব অবহেলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না
তিনি আরো বলেন ভিক্ষুকদের পূর্ণ বাসনের জন্য সরকার কাজ করে যাচ্ছে। অসহায় যদি কোন ভিক্ষুক থাকে তাদের আমরা পূর্ণ বাসন করবো। আপনাদের সহযোগিতা চাই।
সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ সাইফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রিফাত আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আলী আহমেদ, উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম,সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান সহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ ও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গন।
বছরের শেষ উন্নয়ন সভায় বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরা হয়।