২১ নভেম্বর ২০২৫, ১২:৫৫ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের ক্রাইম ডেক্স
বরিশাল-৫ আসনের সাবেক এমপি ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি জেবুন্নেছা আফরোজকে নতুন তিন মামলায় আবারও গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। মঙ্গলবার (১৭ জুন) দুপুরে বরিশাল জেলহাজত থেকে আদালতে আনা হয়েছে জেবুন্নেছা আফরোজকে।
সে সময় তার নামে দায়ের হওয়া তিনটি মামলায় গ্রেপ্তারের আবেদন করে পুলিশ। আদালত তিনটি মামলায় জেবুন্নেছাকে গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে প্রেরণ করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।
ওসি মিজান বলেন, বরিশালের সাবেক এমপি জেবুন্নেছা আফরোজ দুটি মামলায় গ্রেপ্তার হয়ে জেলহাজতে রয়েছে। মঙ্গলবার তার নামে দায়ের হওয়া আরও তিনটি মামলায় শোনএ্যারেস্ট দেখিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। হত্যার অভিযোগসহ পাঁচ মামলায় গ্রেপ্তার হয়ে বরিশাল কেন্দ্রীয় কারাগারে আছেন জেবুন্নেছা।