২০ নভেম্বর ২০২৫, ১১:৫১ অপরাহ্ন, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার
দর্শনা চেকপোস্ট পুলিশ ভারতে যাওয়ার পথে রাজশাহীর তানো উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুবায়েরকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে দর্শনা চেকপোস্টে ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী যাত্রী রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌরসভাধীন সাদিপুর গ্রামের আবু বক্করের ছেলে ও তানোর উপজেলার যুবলীগের সাধারণ সম্পাদক আবু জুবাইয়ের ইসলাম(৫৮)ভারতে চিকিৎসার উদ্দেশ্যে ভারতে যাওয়ার চেষ্টা করছিল।এসময় চেকপোস্ট পুলিশ তাকে গ্রেফতার করে। ইমিগ্রেশনে দায়িত্বরত এএসআই রমজান আলী জানায়, তার বিরুদ্ধে ২ টি মামলা থাকায় তাকে আটক করা হয়। এরপরই তাকে দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে।দর্শনা থানার পরিদর্শক (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীর বলেন, ব্লকলিষ্ট তালিকায় নাম থাকায় তানোর উপজেলার যুবলীগের সাধারণ সম্পাদক জুবায়ের ইসলাম ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে তানোর থানায় দুটি মামলা রয়েছে। সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।তারা আসলে তাদের নিকট হস্তান্তর করা হবে।