২০ নভেম্বর ২০২৫, ১১:৩৫ অপরাহ্ন, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মনোহরপুরে ২ কেজি গাঁজা ও একটি বাইসাইকেল উদ্ধার হয়েছে।এসময় বাইসাইকেল চালক পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে।পরে তার বিরুদ্ধে মামলা হয়েছে।
শুক্রবার ( ১৩ই জুন)সকাল ৬ টার দিকে জীবননগর থানা অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাসের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর থানার এস আই মিজানুর রহমান ও সঙ্গীয় ফোর্স সহ জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়ন পরিষদের সামনে মাদকবিরোধী একটি অভিযান চালায়।এসময় ২ কেজি গাঁজা ও একটি বাইসাইকেল উদ্ধার করা হয়। অন্যদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে সাইকেল চালক পলাতক মনোহরপুর ইউনিয়নের ধোপাখালী পশ্চিম পাড়ার মৃত আইজেল মন্ডলের ছেলে বিলু (৫৫) পালিয়ে যায়। পরে পুলিম তার বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেছে।