২১ নভেম্বর ২০২৫, ০৪:২৮ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের আয়োজনে এবং উপজেলা পরিষদের বাস্তবায়নে গতকাল সোমবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) উপ-পরিচালক (প্রশাসন) বেনজির আহম্মেদ, উপজেলা সমাজসেবা অফিসার শাহ মো. আল আমিন’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সাইন্টিফিক অফিসার তানজিল আহম্মেদ শাওন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শওকত আলী, আনসার ও ভিডিপি প্রশিক্ষক জয়শ্রী রায় প্রমূখ।
পরে উপজেলা পরিষদ মাঠে অতিথিবৃন্দ বিভিন্ন প্রদর্শনী স্টল পরিদর্শন করেন।