২১ নভেম্বর ২০২৫, ০৩:০৯ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
জামাল কাড়াল,, বরিশাল
বরিশাল উজিরপুরে ১কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।মামলা ও পুলিশ সুত্রে জানা যায়- উজিরপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের মোঃ মজিদ সিকদারের ছেলে জসিম সিকদার(২৪) ও আউয়াল সিকদারের ছেলে আরমান সিকদার(২৫)কে সোমবার (২৬ মে) রাত সাড়ে ১০ টার দিকে পৌরসভা ৩ নং ওয়ার্ডের ভিআইপি রোড থেকে রিক্সাযোগে গাঁজা বিক্রি করার জন্য যায়। সেখানে গোপন সংবাদের ভিত্তিতে উজিরপুর মডেল থানা পুলিশ তাদেরকে গ্রেফতার করে দেহে তল্লাশি চালিয়ে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার করে থানায় নিয়ে যায় এবং মঙ্গলবার (২৭ মে) গাঁজা বিক্রেতা মোঃ জসিম সিকদার ও আরমান সিকদারকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং মাদকের অভিযান অব্যাহত রয়েছে।