২১ নভেম্বর ২০২৫, ০৫:৩৯ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে মঙ্গলবার ২৭ মে আয়োজিত হয় ভূমি মেলার সমাপনী, সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আমান উল্লাহ সরকার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের সদস্যবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীবৃন্দ।
ভূমি মেলা ২০২৫-এ জেলার ভূমি সংক্রান্ত সকল দপ্তরসমূহের অংশগ্রহণ ও সেবা প্রদানের মধ্য দিয়ে জনসাধারণের মধ্যে ব্যাপক আগ্রহ ও সাড়া দেখা গেছে। খতিয়ান, নামজারি, জমির পরিমাপ, ভূমি উন্নয়ন কর প্রদান, অনলাইন ভূমি সেবা প্রাপ্তির পদ্ধতি ইত্যাদি বিষয়ে তথ্য প্রদান, তাৎক্ষণিক সহায়তা ও সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম ছিল মেলার অন্যতম আকর্ষণ।
পরিশেষে মেলায় অংশগ্রহণকারী স্টল প্রতিনিধিদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়। এ সময় অতিথিগণ সকলকে ভূমি ব্যবস্থাপনায় প্রযুক্তিনির্ভর ও নাগরিকসেবামুখী দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করার আহ্বান জানান।
এই মেলার মধ্য দিয়ে জনসচেতনতা যেমন বৃদ্ধি পেয়েছে, তেমনি জনসেবায় সরকারের সদিচ্ছা ও কার্যকর পদক্ষেপের প্রতিফলন ঘটেছে।