২১ নভেম্বর ২০২৫, ১২:৪৩ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার জীবননগর কাঁচা বাজারে মধ্যরাতে ১০ টি দোকানে আগুন লেগে প্রায় ৭০ লাখ টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে।
মঙ্গলবার দিনগত রাত দেড়টার দিকে জীবননগর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাঁচাবাজারের একটি দোকানে আগুন ধরে গেলে তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে বাজারজুড়ে। ফলে আগুনে কাঁচাবাজার এলাকার অন্তত ১০টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় রাত ৪টার দিকে এবং টানা কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।ব্যবসায়ীদের দাবি, আগুনে অন্তত ৬০ থেকে ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে ছিল কাঁচামাল, মুদির দোকান, কাপড়ের দোকান ও ফলের আড়ত।
ক্ষতিগ্রস্ত এক ব্যবসায়ী জানান, “এটা শুধু দোকান না, আমাদের পরিবারের জীবিকা—সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এতদিনের পরিশ্রম চোখের সামনে শেষ হয়ে গেল।” জীবননগর থানার ওসি এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আগুনের সঠিক কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছেন