২১ নভেম্বর ২০২৫, ০৫:২১ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি ঃ
বাবুগঞ্জ ডিগ্রি কলেজ গভর্নিং বডি নির্বাচনে অভিভাবক সদস্য পদে মনোনয়নপত্র দাখিল করেছেন বরিশাল মহানগর ছাত্রদলের সহ-সভাপতি ও বাবুগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আজিজুল ইসলাম। রবিবার (২৬মে) বিকাল চারটায় বাবুগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও রিটার্নিং অফিসার আ.ন.ম আঃ হালিম’র কার্যালয়ে নির্বাচন কমিশনের সদস্য মোঃ সহিদুল ইসলাম অধ্যাপক শাহে আলম এর কাছে এ মনোনয়নপত্র দাখিল করেন।
এ সময় আজিজুল ইসলাম এর সাথে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ রাজন সিকদার, বিএনপি নেতা মোঃ বাবুল সরদার, মোঃ সিদ্দিক বেপারি, আবদুল জলিল, বাবুগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক মোঃ রফিকুল ইসলাম রাফিল, বরিশাল জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম রেজা রুবেল, উপজেলা ছাত্রদলের আহবায়ক আতিকুর রহমান আল-আমিন, সিনিয়র যুগ্ম-আহবায়ক মোঃ আকিব হোসেন ইমরান, রহমতপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ ফেরদৌস খান, কেদারপুর ইউনিয়ন ছাত্রদলের নেতা মিরাজ শরীফ প্রমূখ।
আগামী ১৪ জুন-২০২৫ অনুষ্ঠিত বাবুগঞ্জ ডিগ্রী কলেজ গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে মোঃ আজিজুল ইসলাম ছাড়াও সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা মোঃ হারুন অর রশিদ হাওলাদার, সমাজসেবক মোঃ এনায়েত হোসেন সিকদার, সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ শাহজাহান হোসেন, ব্যবসায়ী মোঃ কবির হোসেন, বাবুগঞ্জ ডিগ্রী কলেজের সাবেক অফিস সহকারী মোঃ বাবুল হোসেনসহ মোট ৬ জন প্রার্থী তাদের নিজ নিজ পক্ষে মনোনয়নপত্র দাখিল করেছেন।